tour-and-travel

thumb
পর্যটন

Tourism

by administrator 06-Nov-2022

ড্রাগনভূমি ভ্রমনভারত সীমান্তে হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট প্রতিবেশী রাষ্ট্র ভূটান। প্রাকৃতিক সৌন্দর্য এবং বৌদ্ধ সংস্কৃতির আকর্ষণে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ছুটে আসেন। ভূটানের আয়ের অন্যতম উৎস হলো এই পর্যটন। ১৯৭৪ সাল থেকে ভারত ভূটান উভয় রাষ্ট্রের মধ্যে গড়ে ওঠে এই পর্যটন ব্যবস্থা। তবে কোভিডের কারণে গত ২৩শে মার্চ ২০২০ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল এই আন্তর্জাতিক সীমান্ত।দীর্ঘ আড়াই বছর পর ২৩শে সেপ্টেম্বর খুলে দেওয়া হলো এই ড্রাগনভূমির দরজা। এদিন জয়ঁগা ভূটানদ্বারে অজস্র মানুষের উৎসাহ লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন ভূটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। ভূটান পর্যটন পর্ষদ ভারতীয় পর্যটকদের জন্য দৈনিক ফি নির্ধারণ করেছে ১২০০টাকা, যেখানে অন্যান্য আন্তর্জাতিক পর্যটকদের জন্য ধার্য করা হয়েছে ২০০মার্কিন ডলার। স্থানীয় এলাকার আর্থ সামাজিক অবস্থা অনেকটাই নির্ভর করে এই ভূটান গেটের ওপর।জয়ঁগার ট্যাক্সি চালকদের কথায় সমস্যার বিষয় হলো পর্যটকদের থিম্পু, পারো, পুনখার মতো মূল পর্যটন কেন্দ্র গুলোতে নিয়ে গেলে ভূটান সরকারকে অনুমতি পত্রের জন্য দিতে হচ্ছে ৪৫০০টাকা, আগে যেখানে ১৪৫টাকা দিলেই হতো। সেকারনেই ভূটান ভ্রমন আগের তুলনায় অনেকটাই ব্যয়বহুল। তবে ভূটানের গাড়ি ভারতে এলে তাদের কাছ থেকে এভাবে টাকা নেওয়া হয় না। কালচিনির বিধায়ক বিশাল লামা জানান, তিনি বিষয়টি অবশ্যই কেন্দ্রীয় সরকারের নজরে আনার চেষ্টা করবেন