Sub Category
tourism


NEW NEWS
Rajyogi Kids 41 - Creating Your Destiny || BK Shivani || 30 Apr, 2022 -11am

ezenews
ভগবানের হাতে ছারখার ভক্তের স্বপ্ন! ফাইনালের পর রুদ আচ্ছন্ন নাদালেই

Mitali express: ১ জুন থেকে চালু হতে চলেছে নিউ জলপাইগুড়ি ঢাকা মিতালি এক্সপ্রেস
মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেসের পর আরও একটি ট্রেন মিতালী এক্সপ্রেস। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে চালু হতে চলেছে ভারত-বাংলাদেশ রেল পরিষেবা। ভারতীয় রেল সূত্রে জানা গেছে, ভারত (India)-বাংলাদেশ (Bangladesh) রেল (Rail) যোগাযোগ ব্যবস্থায় এই আন্তঃদেশীয় ট্রেন মিতালী এক্সপ্রেস (Mitali Express)। বুধবার অর্থাত্ ১ জুন থেকে নিউজলপাইগুড়ি আর ঢাকার (Dhaka) মধ্যে ছুটবে এই ট্রেন। আনুষ্ঠানিক সূচনার আগে তার ট্রায়াল রান হল সোমবার । এদিন নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশন থেকে ইসলামপুরের আলুয়াবাড়ি পর্যন্ত পরীক্ষামূলক ভাবে মিতালী এক্সপ্রেস চালানো হয়।অতিমারী পরিস্থিতিতে(corona) দীর্ঘ প্রায় ২ বছর বন্ধ থাকার পর এই ট্রেন চালু হচ্ছে। সূত্রের খবর, দু’দেশের তরফেই ভার্চুয়াল মাধ্যমে এই রেল পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হয় । বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গত বছরের ২৬শে মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালি এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন। কিন্তু করোনা কালে চালু করা যায়নি ট্রেন পরিষেবা।দীর্ঘদিন ধরেই পর্যটন ব্যবসায়ীদের শিলিগুড়ি ও ঢাকার মধ্যে রেল যোগাযোগের দাবি ছিল। নতুন ট্রেন দিতে দু’দেশের রেলমন্ত্রকই উদ্যোগ নেয়। এপার বাংলার জলপাইগুড়ি আর ওপার বাংলার ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে চলবে মিতালী এক্সপ্রেস। দু’দেশের রেলমন্ত্রীরা বুধবার ভার্চুয়ালি আনুষ্ঠানিক সূচনা করবেন।কিন্তু এই ট্রেনের ভাড়া কত?রেল সূত্রে জানা গেছে, এসি কেবিন বার্থের ভাড়া প্রায় ৫ হাজার টাকা। এসি কেবিন চেয়ার কারের ভাড়া প্রায় ৪ হাজার টাকা। এসি চেয়ার কারের ভাড়া প্রায় ৩ হাজার টাকা। কাটিহার ডিভিশনের তরফে জানানো হয়েছে, ডলারে ভাড়া ধার্য করা হয়েছে।ট্রেন ছাড়ার সময়সূচি হল, নিউজলপাইগুড়ি থেকে ট্রেন ছাড়বে প্রতি বুধবার ও রবিবার। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ট্রেন ছাড়বে প্রতি সোমবার ও বৃহস্পতিবার। নিউজলপাইগুড়ি থেকে সকাল ১১টা ৪৫ মিনিটে ছাড়বে মিতালি এক্সপ্রেস। ঢাকা পৌঁছবে রাত সাড়ে ১০টায়।১০ ঘণ্টায় ৫১৩ কিলোমিটার পথ অতিক্রম করবে মিতালী এক্সপ্রেস।এখন শুধু চাকা গড়ানোর অপেক্ষা। এই ট্রেন চালু হওয়ায় খুশির হাওয়া দুই দেশেই।

Janhvi Kapoor-Sara Ali Khan: সারার সঙ্গে জাহ্নবীর যুগলবন্দি, করণের শোয়ে ফের একসঙ্গে দুই নায়িকা
নিজস্ব প্রতিবেদন: কথায় বলে দুই নায়িকা নাকি কখনই ভালো বন্ধু হতে পারেন না, সে কথা মিথ্যে প্রমাণ করেছেন এই প্রজন্মের দুই বলি নায়িকা, জাহ্নবী কাপুর ও সারা আলি খান। কখনও একসঙ্গে জিম করেন তাঁরা কখনও আবার একসঙ্গে হ্যাং আউট।

প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়
বিনোদনের জগতে ফের নক্ষত্রপতন।প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।জানা গিয়েছে,বুধবার রাতে একটি শুটিংয়ে ছিলেন তিনি।সেখানেই অসুস্থ হয়ে পড়েন।সেই সময় তাঁকে হাসপাতালে ভরতির চেষ্টা করা হয়।কিন্তু তাতে রাজি হয়ে বাড়িতে থেকেই চিকিত্সা করাতে চেয়েছিলেন।এরপর রাতে বাড়িতেই চিকিত্সা শুরু হয়।কিন্তু তাতেও শেষ রক্ষা হয় না।রাত প্রায় ১ টা নাগাদ শেষ নিশ্বাস অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়।অভিনেতার প্রয়াণে শোকের ছায়া পরিবার ও টলিপাড়ায়।

ইন্টারনেটের যুগে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার সিনেমা হলগুলি
দক্ষিন দিনাজপুর,৩০ এপ্রিলঃডিজিটাল জেনারেশনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম ইন্টারনেটের প্রভাবে বর্তমানে হারিয়ে যাচ্ছে প্রাচীণ বিনোদনের একমাত্র মাধ্যম সিনেমা হল। সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও বহু সিনেমা হল বন্ধ হয়ে গেছে। আবার কোনও কোনও সিনেমা হল খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এখন। এমন কিছু সিনেমা হলের সন্ধানে বেরিয়ে ধরা পড়লো কিছু ছবি।দর্শক না থাকার দরুণ দিনের পর দিন লোকসানে পড়া বিভিন্ন সিনেমাহলের মালিক কর্তৃপক্ষ। এক এক করে বহু পুরাতন সিনেমা হলগুলি বন্ধ করতে বাধ্য হচ্ছেন। ফলে কাজ হারাচ্ছেন বছরের পর বছর সিনেমা হলের বহু কর্মীরা। ফলে কাজ হারিয়ে অন্য পেশায় চলে গিয়েছেন। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরেও ছিল অনেক সিনেমা হল। সে আজ থেকে বছর দশেক আগেকার কথা। ওই সময় এইসব সিনেমা হলগুলিতে রমরমা বাজার ছিল। সারাদিন কাজের পর সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার মজাটাই ছিল আলাদা। আর এইসব সিনেমা হলগুলিতে বহু কর্মী কাজ করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু সে সব এখন ইতিহাস। সময়ের সাথে বদলাচ্ছে বর্তমান পরিস্থিতি। হলে গিয়ে সিনেমা দেখার জায়গাটা আজ করে নিয়েছে সিরিয়াল। ইন্টারনেটের যুগে সিনেমা হলে গিয়ে টানা তিন ঘন্টা এক জায়গায় বসে সময় নষ্ট করার পাশাপাশি পয়সা খরচ না করে ইন্টারনেটের মাধ্যমেই ঘরে বসে পছন্দ অনুযায়ী সিনেমা দেখার জন্য আজ আর সিনেমা হলে দর্শক পাওয়া যায় না। যদিও ইন্টারনেটের মাধ্যমে কিছু ফ্রি-মুভিজ দেখা যায়, কিন্তু বাকি সবই পয়সা দিয়ে দেখতে হয়।তাই বছরের পর বছর লোকসান হতে হতে আজ এইসব এলাকার বহু সিনেমা হলগুলি বন্ধ করতে বাধ্য হয়েছেন হলের মালিক কর্তৃপক্ষ। তার বদলে সেই সিনেমা হল পরিণত হয়েছে গুদামে। আর জেলার গঙ্গারামপুরের বর্তমানে একটি সিনেমা হল ঠিকঠাক দর্শক না হওয়ায় টিপটিপ করে লন্ঠনের আলোর মতো চলছে। গঙ্গারামপুরের এক বিনোদনপ্রেমী বিশ্বপ্রিয় সাহা দুঃখের সাথে জানান, আগে প্রচুর মানুষ সিনেমা হলে আসত সিনেমা দেখতে, কিন্তু এখন আর আসে না তার কারণ একটাই- এখন ভালো কোনো সিনেমা তৈরি হচ্ছে না। সমস্তটাই হচ্ছে শহরকেন্দ্রিক, তাই গ্রাম বাংলার মানুষরা এই সিনেমা দেখতে আর আসছে না সিনেমা হলে। এর পাশাপাশি হাতের মুঠোয় ইন্টারনেট মোবাইল এবং ইউটিউব চলে আসায় নিত্যনতুন সিনেমাটা তাঁরা পেয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে। তাই তাদের আর আসতে হচ্ছে না সিনেমা হলে, ফলে আজ সিনেমা হলগুলি বন্ধ হতে বসেছে। আগামীতে লাভের মুখ দেখতে না পেলে সিনেমা হলগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে ফেলছেন হলমালিকের একাংশ। অপরদিকে জেলার বুনিয়াদপুরের একটি ঐতিহ্যবাহী গৌরী সিনেমাহলের মালিক ফান্টু সেন জানান, কতদিন তাঁরা আর লোকসানে বিনোদন দেবেন- মানুষকে নিজেদের ঘরের পয়সা ঢেলে আর কতদিন লাগাবেন? কারণ একটা সিনেমা আনতে যেমন প্রচুর খরচসাপেক্ষ, তেমনি সারা মাসে সিনেমা চালিয়ে তার সিকিভাগও লাভ উঠে আসে না। তাই বাধ্য হয়ে সিনেমাহল তাঁরা বন্ধ করে দিয়েছেন। কিন্তু কিছুই করার নেই প্রচুর মানুষ বেকার হয়ে গেছেন। এখন সেই সিনেমা হলে মালপত্র রাখা হয়। অপরদিকে জেলার গঙ্গারামপুর দত্তপাড়ার এক উঠতি যুবক শান্তনু ঘোষ জানান, একটা সময় তাঁরা বাড়ির সকলে মিলে এসে সিনেমা হলগুলিতে সিনেমা দেখতে আসত। কত মজা হত, কিন্তু আজ সেই মজা নেই কারণ এখন সেই সিনেমা হলগুলি আগের অবস্থায় নেই। পাশাপাশি হাতের মুঠোয় এখন ইন্টারনেট মোবাইল চলে আসায় এখন সব সিনেমা সঙ্গে সঙ্গে মানুষ দেখে ফেলছেন। ফলে সিনেমামুখী হওয়ার প্রবণতা কমে গেছে। মানুষের মধ্যে এটা খুবই দুঃখজনক ঘটনা। অপরদিকে, বর্তমানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে জেলার গঙ্গারামপুর শহরের কালিতলায় অবস্থিত “রপকথা” সিনেমা হলের পাশে দীর্ঘদিন ধরে পান বিড়ি সিগারেটের দোকানদার নিতাই সরকার জানালেন, তিনি দীর্ঘ ২০ বছর ধরে এই সিনেমা হলের পাশে দোকান করছেন। একটা সময় প্রচুর মানুষ সিনেমা দেখতে আসত। তাঁর চোখে দেখা, মানুষের লম্বা লাইনে টিকিট কাটার ধুম ছিল আলাদাই। কিন্তু আজ সেই সব হারিয়ে গেছে। এখন হাতে গোনা মাত্র কয়েকজন দর্শক ভীড় জমান সিনেমা হলে। একটা সময় নির্জন জায়গায় টানা তিন ঘন্টা সকলের অজান্তেই প্রেমিক-প্রেমিকাদের উত্সাহ যোগাতে নির্জন জায়গায় বক্সের ভাড়া ছিল আকাশ ছোঁয়া। এইভাবে লোকসান ঠেকাচ্ছিলেন হল কর্তৃপক্ষরা। কিন্তু সেখানেও বাধা পুলিশের। ইতিমধ্যে বিভিন্ন সিনেমা হলগুলির ওইসব বক্সে রেট করে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে অনেক প্রেমিক-প্রেমিকাও। সব মিলেয়ে বর্তমানে সিনেমা হলগুলি এখন ধুঁকছে।

WBSEDCL এর পক্ষ থেকে কম্পিউটার প্রদান বীরপাড়ার দুটি স্কুলকে
আবিদ হোসেন, বীরপাড়া :-ওয়েস্ট বেঙ্গল ষ্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আলিপুরদুয়ার রিজিওন অফিসের উদ্যোগে শুক্রবার মাদারিহাট বীড়পাড়া ব্লকের ডিমডিমার সেন্ট মারিয়া গোর্থী গার্লস হাই স্কুল ও ডিমডিমা ফাতেমা হাই স্কুলে চারটি করে মোট আটটি কম্পিউটার ও প্রিন্টার মেশিন প্রদান করা হয়।বিদ্যুৎ দপ্তর সুত্রে খবর, শুধু নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবাই নয়, সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অঙ্গ হিসেবে ২০২১-২০২২ আর্থিক বর্ষে এই কম্পিউটারগুলো দুই বিদ্যালয়কে প্রদান করা হয়।এদিন সেই উপলক্ষে বিদ্যালয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে খবর।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলার পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন আধিকারিক শ্রদ্ধা সুব্বা, আলিপুরদুয়ার জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ জেসিন্তা লাকড়া, বীড়পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি রোহিত বিশ্বকর্মা, জঁয়গাও ডেভেলপমেন্ট অথারিটির ভাইস চেয়ারম্যান শ্রী জয়প্রকাশ টপ্পো, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল আলিপুরদুয়ার আহাসানুল করিম, এস,আই সনাতন দাস,WBSEDCL আলিপুরদুয়ার রিজিওনের রিজিওনাল ম্যানেজার গোবিন্দ তালুকদার, আলিপুরদুয়ার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার অংশুমান সরকার , বীড়পাড়া কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজার অনিমেষ চন্দ্র সরোজ, সহ অন্যান্য আধিকারিকরা।