হরিণ উদ্ধার

হরিণ উদ্ধার


শনিবার সকালে ডুয়ার্সের বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘোড়ামারা বিটের জঙ্গল থেকে লোকালয়ে বেড়িয়ে আসে হরিণ। শুয়োর তাড়া করলে একটি হরিণ ভয়ে দক্ষিণ চ্যাংমারির হেমাগুড়িতে প্রবেশ করে, তরুণ বাবুর বাড়ির খাটের তলায় আশ্রয় নেয়। এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা তরুণ বাবুর বাড়িতে ভিড় জমাতে থাকে। তিনি নিজেও বিষয়টি বুঝতে পারেন নি, গ্রামবাসীরা দেখতে পেয়ে তাকে জানায়। তরুণ বসুমাতা বলেন প্রতিবেশীদের কথায় আমি ঘরে ঢুকে, খাটের তলায় দেখি একটি হরিণ লুকিয়ে আছে। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে ঘোড়ামারা বিটে অফিসে ফোন করে নিজেই বিষয়টি জানাই।



এরপর কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ এবং ঘোড়ামারা বিটের বণকর্মীরা এসে হরিণ টিকে উদ্ধার করেন এবং জানান যে শারীরিক পরীক্ষার পর এই বার্কিং হরিণ টিকে রাজাভাতখাওয়া জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

You can share this post!