
হস্তীশাবকের মাটি চাপা দেহ
শনিবার মাটি চাপা দেওয়া অবস্থায় আলিপুরদুয়ার মাঝেরডাবরি চা বাগানে হস্তীশাবকের দেহ দেখতে পায় চা শ্রমিকেরা। শাবকটির চারটি পায়ের কিছুটা অংশ মাটির ওপর থাকলেও দেহের অধিকাংশই ছিলো মাটির নীচে। এরপর বণকর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে হস্তীশাবকটির দেহ উদ্ধার করে রাজাভাতখাওয়ায় নিয়ে যায় ময়নাতদন্তের উদ্দেশ্যে, তারপর শাবকটির দেহ সৎকার করা হয়। শাবকটি মারা গেছে বুঝতে পেরে দলের হাতিরাই সম্ভবত মাটিচাপা দিয়েছে বলে মনে করা হচ্ছে।
কিছুদিন আগে হাসিমারার ভার্নাবাড়ি চা বাগানেও একি অবস্থায় হস্তীশাবকের মৃতদেহ পাওয়া যায়। হাতিদের এই ধরনের আচরন অস্বাভাবিক নয়, কারন দলবদ্ধভাবে চলার পথে হস্তীশাবকের মৃত্যুর বিষয়টি বুঝতে পারলে তারা নিজেরাই মাটি চাপা দিয়ে চলে যায়। তবে বুনো হাতির দলের এই রীতি অনেককেই অবাক করে দিয়েছে। তবে ভিড় জমিয়ে থাকা স্থানীয় বাসিন্দাদের মনে মৃত্যুর কারন নিয়ে প্রশ্ন থাকলেও, আপাতত তিন ফুট গভীর নালাতে পরে গিয়েই হস্তীশাবকটির মৃত্যু হয়েছে বলে অধিকাংশের অনুমান।