হাতি পুজো

  ডুয়ার্সের হাতি পুজো :  হাতি পুজো

17ই সেপ্টেম্বর শনিবার ডুয়ার্সের বিভিন্ন স্থানে দেখা গেলো হাতি পুজা। সকাল থেকেই মাহুতদের ব্যস্ততা ছিলো তুঙ্গে। মেটেলি ব্লকের গাছবাড়িতে স্নানের পর সাজানো হয় সূর্য, কাবেরি, হিলারি, চম্পা, বসন্ত ও শ্রাবণী -দের, এছাড়া রামশাইয়ের শিলাবতী এবং ফুলমতি সহ ডুয়ার্সের বিভিন্ন বনাঞ্চলে সকল নিয়ম-রীতি মেনে পুরোহিতের মন্ত্রপাঠের মধ্যদিয়েই সম্পন্ন হয় হাতি পুজো।এই পুজোর আয়োজনে বনকর্মীদের সাথে অংশগ্রহণ করে স্থানীয় বনবাস্তির মানুষ। উপস্থিত পর্যটকদের কাছেও এক অন্যরকম অভিজ্ঞতা।



এদিন উৎসবের আমেজ লক্ষ্য করা যায় গরুমারা, ধূপঝোরা, মেদলা সহ ডুয়ার্সের বিভিন্ন হাতি পিলখানায়। বনকর্মীদের কাছে এই কুনকি হাতি-ই হলো নজরদারির অন্যতম সঙ্গী। বনকর্মীদের কথায় সারাবছর যাদের পাহাড়ায় থাকে সমগ্র বনাঞ্চলসহ পার্শ্ববর্তী বণবস্তী, আজ তাদেরই পুজা সম্পন্ন হলো।


You can share this post!